ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আজকে বাংলাদেশকে হারাবো আমরা: আফ্রিদি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তান বাংলাদেশকে হারাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ আফ্রিদি। তবে তার আশা শুধু আজকের খেলা নয় ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপাও জিতবে তার দেশ।   

পাকিস্তান ক্রিকেটারদের সময়টা এখন খুব একটা ভালো যাচ্ছে না। সে জন্য শুনতে হচ্ছে সমালোচনা। এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে দাঁড়াতেই পারেনি দলটি। দুটিতেই হারতে হয়েছে লজ্জাজনক ব্যবধানে। যে একটি জয়, সেটিও আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর। স্বভাবতই চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ীদের এমন পারফরম্যান্সে হতাশ পাকিস্তানিরা। আজ বাংলাদেশের বিপক্ষে ‘আগুন লড়াই’য়ের আগে সমালোচনায় জর্জরিত পাকিস্তান অবশ্য পাশে পাচ্ছে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে। তাঁর বিশ্বাস, আজকের ম্যাচে বাংলাদেশকে হারাবে তাঁর দেশ।

পাকিস্তানি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি জানিয়েছেন তাঁর আশাবাদ, ‘আমি মনে করি, পাকিস্তান দল কেবল আজ বাংলাদেশকেই হারাবে না, তারা এশিয়া কাপও জিতবে। দলের খেলোয়াড়দের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে।’

আফ্রিদির মতে, যেকোনো দলেরই খারাপ সময় আসতে পারে। এশিয়া কাপে দুটি ম্যাচে সে খারাপ সময়টা দেখেছে পাকিস্তান। কিন্তু তার মানে এই নয় যে সরফরাজ আহমেদের দল খারাপ। আফ্রিদি মনে করেন, খারাপ সময়ে দলকে সমালোচনায় বিদ্ধ না করে সবার উচিত পাশে দাঁড়ানো,

‘এই দলটিই গত ১২ মাস দারুণ ক্রিকেট খেলেছে। এই দলের খেলোয়াড়েরাই ভালো খেলেছে। দারুণ সব জয় উপহার দিয়েছে দেশের মানুষকে। সরফরাজ দারুণ অধিনায়কত্ব করেছে। আমার মনে হয়, এই সময়ে পাকিস্তান দলকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে আমি মনে করি, খারাপ সময়ে দলের সঙ্গে থেকে দলকে সর্বাত্মক সমর্থন জোগানোটা খুবই জরুরি।’

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি